একা
অরণি ভট্টাচার্য্য
প্রতিদিন ভয় ছিড়ে ছিড়ে খায়,
কাছের মানুষগুলো যখনই তাকায়,
কি যে প্রশ্ন করে চোখগুলো সব।
কাকে খোঁজে? আমাকে? নাকি বৈভব?
কতটুকুই বা করেছি তাদের জন্য,
পুরো জীবন কি হবে? নাকি তাও সামান্য?
খুব সাধারণ আমি, খানিক ছাপুষে,
তাই কি কুড়ে, ভীতু, দারিদ্র দোষে।
তাই কি পিছিয়ে পড়ি, ইঁদুর দৌড়ে,
যেন আমি অচল পয়সা, বড্ড আটপৌড়ে।
চোখে মেঘ দেখা দিলে পর,
প্রতিদিন কালবৈশাখী ঝড়।
উথাল পাথাল নদী, ভাসিয়ে দেয় কূল,
ভালোথাকা নিতান্তই পুজোর অযোগ্য ফুল।
সোজা বলি তাই রাস্তা যায় বেঁকে,
কালো তালিকাও লিস্টি করে বাদ রেখে।
চোখ বুজে আবার পৃথিবী হোক ন্যাকা।
আমি অমানুষ, সুখের অসুখ , তাই একা।
Comments