মৃন্ময়ী
তূয়া নূর
এফোঁড় ওফোঁড় করে কতো আঁচড় টানো পৃথিবীর ওপর ও ভেতর দিয়ে,
ইচ্ছেমতো কাটাছেরা করো
বানাও গভীর ক্ষত
পানিতে যেমন কামার চেপে ধরে তার তপ্ত লোহা।
পৃথিবীর ক্ষত প্রাকৃতিক নিয়মে মুছে যায়,
দাগ ধুয়ে যায় বৃষ্টিতে
ঘাস, লতাপাতা আর গাছপালায় ঢেকে যায় দিগন্ত,
পৃথিবী দেয় না কোন অভিশাপ।
কষ্টের কথা মনে রাখে না
তার মন ভাল হয়ে যায় নিজ থেকে,
পৃথিবী হেসে ওঠে শিশিরে নেয়ে ভেজা চুল উড়ায়ে আকাশে,
সে কিছুই মনে রাখে না।
Comentários