লক্ষ্মী ঠাকুর
সুরঞ্জন মালিক
আমরাই এঁকেছি তোমাদের।
আসলে ঢিল ছোড়ার জন্য চাই নিরব গাছ।
আসলে চাই পর্বতের পা।
আসলে চাই ঘরের আড়াল।
আমরাই তোমাদের এঁকেছি, মনে মনে।
মানুষকে করেছি পূজা ।
সাদা কাপড়ে তোমার প্রথম পা,
তুলে রেখেছি উঁচু তাকে।
আমরাই গড়েছি তিলে তিলে এই মেঠো পথ।
আমরা বিরক্ত হই
তোমরা প্রেসক্রিপশন না মানলে।
ভেঙে পড়ি, গাল দিই।
দোষ তো তোমাদেরই,
আমাদের নীল ফুল লাল করলে যে !
শোনো হাতে বানানো দেবতা,
আমাদের মতো সাজো ।
Comentários