
সঞ্চয়িতার ওপর ডেয়ারী মিল্কের প্যাকেট
দেবার্ঘ সেন
ভস্ম করবে জানি,
সবাই তা এড়িয়ে যাবে খুব সতর্কভাবে।
পাছেই যদি থেকে যায় কোনও দায়
আমি তো আর ক্যাডবেরি দেব না
বঁড়শিতে মধ্যাহ্নভোজের আঠা লাগিয়ে
কবিতাপাঠের হাঁক ডাক
এখানে বোধ থেকে বহুদূরে দাঁড়িয়ে
বুকে জড়িয়ে ধরার রীতি এবং দেখানো ভালোবাসায়
আমার একশো শতাংশ মাথা চুদে যায়।
আমি ঘর বন্দী বসন্তের রক্ত দেখি
অভিনীত শ্রদ্ধাবোধের মাটি আর শস্যের মধ্যে
এ প্রেমের নাম তৃতীয় বিশ্বের মতোই
ব্যক্তিত্বের দারিদ্রপ্রভা..
( চলবে ... )
Comments