অরবিন্দ সরকারের রথযাত্রার কবিতা

রথযাত্রা
অরবিন্দ সরকার
সমুদ্রতীরে ঠিকানা পুরীধাম নাম,
কাষ্ঠের নির্মিতি দেব জয় জগন্নাথ,
জাতিভেদ নির্বিশেষে,করে প্রণিপাত,
অনাথের নাথ প্রভূ তিনি ঘণশ্যাম।
রথযাত্রায় সুভদ্রা সঙ্গে বলরাম,
নন্দীঘোষে জগন্নাথ,ভাই তালধ্বজে,
সুভদ্রা দর্পদলনে ভ্রমন বিরাজে
হাওয়া বদল রথে ভগ্নস্বাস্থ্য শ্যাম,
মাসীর বাড়ি গুণ্ডিচা,যোজন তফাত,
রথে দড়ি বেঁধে যোগ, ভক্তসমাহারে,
প্রভূসেবা বড়োসেবা পড়িমরি টান,
কতো ভক্ত পিষ্ট হয়ে, ভূমিতেই কাত,
রথযাত্রায় মরণ পূণ্য পরিবারে,
আশীর্বাদে পুত্রজন সুখী ভাগ্যবান।