top of page
Search
agantukpotrika

আগন্তুকের বার্তা

আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, আজই এই শুভক্ষণে আগন্তুকের অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ এই ওয়েবজিন।

এখানে কেবলমাত্র নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত অনলাইন সংখ্যাই প্রকাশ পাবে না,এই ওয়েবজিনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে আমাদের মাধ্যমে সমস্ত ছোটবড় কুটির শিল্পীরা,চিত্রশিল্পীরা এবং প্রকাশকরা তাঁদের বিপণন করতে পারবেন সহজেই।

সবটাই প্রস্তুত শুধু অপেক্ষা বিপণনটুকু গড়ে তোলার, আমরা প্রতি সংখ্যায় নিয়মিত বিভিন্ন বিভাগে চমক আনবো আপনাদের জন্য, থাকবে কমিকস ও ফুড ব্লগ এছাড়াও ফটোগ্রাফি, ফ্যাশন,কমিকস তো থাকবেই।

আপনাদের পাশে চাই প্রতিমুহূর্তে তবেই আগন্তুক প্রমাণ করে দেবে,

" আগন্তুক মুখে নয় কর্মে বিশ্বাসী।


এখন এই মহামারীর মুহূর্তে কেবল আপনাদেরকে বলা সুস্থ থাকুন,সাবধানে থাকুন,

দেখবেন জয় আমাদের সকলের হবে, জয় হবে আগন্তুকের,জয় হবে আপনারাও.


15 views0 comments

Comments


bottom of page