আগন্তুকের রান্নাঘরে আজ জামাইষষ্ঠী স্পেশাল মেনু- মখমলি চিকেন,লিখছেন দ্বীপ বসু
উপকরণঃ - চিকেন-৫০০গ্রাম
আদা বাটা-২চামচ
রসুন বাটা-১চামচ
ময়দা-৪চামচ
নুন-১/২চামচ
গোলমরিচ গুড়ো-২চামচ
টক দই-১কাপ
সাদা তেল-১/২কাপ
নুন- ১ চামচ
হলুদ- ১/২ চামচ
পেঁয়াজ-২টি
তেজপাতা-২টি
গোটা জিরে-১/২চামচ
দারচিনি-১ইঞ্চি টুকরো
মলাই-১/২কাপ
রাঁধুনঃ-প্রথমে চিকেন আদা,রসুন ও১/২কাপ দই দিয়ে মেখে রাখতে হবে৬-৮ঘন্টা।
এরপর টুকরোগুলি তুলে শুকনো ময়দা,নুন,গোলমরিচের মিশ্রনে মাখিয়ে গরম তেলে ভেজে তুলতে হবে।এবার ঐ তেলেই একটি পেঁয়াজ বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে তুলে রেখে দিতে হবে।বাকি তেলে তেজপাতা,দারচিনি,জিরে ও পেঁয়াজ কুচি দিয়ে সামান্য সময় ভাজতে হবে।পেঁয়াজ স্বচ্ছ হয়ে গেলে ভাজা মাংসের টুকরোগুলি দিয়ে তার মধ্যে নুন, হলুদ ও ম্যারিনেশনের অবশিষ্ট মিশ্রন ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত।
গ্যাস বন্ধ করে, অবশিষ্ট দই ও মলাই মসৃণ করে ফেটিয়ে মাংসে ঢেলে দিয়ে তার উপর বেরেস্তা ছড়িয়ে দিলেই প্রস্তুত মখমলি চিকেন পরিবেশনের জন্য।
এরপর মখমলি চিকেন গরম গরম পরিবেশন করুন জামাইয়ের পাতে.
ছবিঃ- ইন্টারনেট
Comentários