লাভ
কলমে -আজহারুল হক
ভোরে উঠলে আর্থিক লাভ হতে পারে
এই চিন্তায় রাস্তায় বের হলাম,
তখনো দেখি রাস্তা ফাঁকা হয়নি
রাত্রির মিছিলের শেষটুকু লেগে আছে,
কখন তবে দিনের প্রথম মানুষ হয়ে সৌভাগ্যশালী হবো?
অবিরত পথিকরা কি কখনো ভাগ্যশালী হয় না?
যারা পথ হাঁটে না পথ কি তাদের কাছে আসে না?
খোলা দরজা কিভাবে খুলবো ভাবতে ভাবতেই
সমস্ত সম্পত্তি লুঠ হয়ে যায়,
আমার লাভের অঙ্ক স্বপ্নেই থেকে যায়।
শেষে আসে দিব্যজ্ঞান, ক্ষতিতেও তো
লাভ থেকে যায়, লাভ তো আসলে আপেক্ষিক।
Commenti