উদয়ন চক্রবর্তীর একটি কবিতা

একটা নিজস্ব রাস্তা
উদয়ন চক্রবর্তী
আমি কেবলই একটা রাস্তা পেরোতে চাই
রাস্তাটা সামনে আসে আবার হারিয়ে যায়।
খিদে বুকে নিয়ে যে আজ ঘুমোতে গেল
সে কী একটা রাস্তা খুঁজে বেড়ায় ডিঙোনোর
আশায় নদীর বুক থেকে সমুদ্রের খাড়ির বিষাদে।
নীল নয় তবুও মনে হয় নীল আসলে শূন্যতা
আকাশের গভীরে নক্ষত্রেরা জানে সে কথা
সূর্য আসলে সূর্য না প্রাণের দিগন্তে রেখে চলেছে
অহংকারের শেষ রক্ত বিন্দু নৈসর্গিক তাগিদে।
সূর্যও একটা রাস্তা পেরোচ্ছে গোঁয়ারের মতো
আমরাও একটা রাস্তা পেরোচ্ছি নিরন্তর চক্রবত।