top of page
Search

একটি কবিতায় আকাশ সাহা


আনন্দ পথ আর জল

আকাশ সাহা




এখন তোমাদের সাথে দেখা হলে

নিভৃতে দু-চার কথা সেরে নিই


মানুষের সাথে মানুষের কথা বলা কমে গেছে

কেউ বলে না রুপোর উল্টো পিঠে আছে সোনা ঝরা দিন

আর পৃথিবীর শ্বাস ফুরিয়ে আসছে ক্রমশ


তোমাদের সাথে দেখা হলে

দরজা হাট করে খুলে দিই

কথা বলি



আর অন্ধ নিবিড়তায় নিজেকে বোঝাই


লতাগুল্মময় এই জীবন থেকে আমার কিছু পাওয়ার নেই

যা পেয়েছি

তা ছড়িয়ে দিয়েছি শোকের আড়ালে।।।

27 views0 comments
bottom of page