ওদের
তীর্থঙ্কর ভূঁইয়া
বেওয়ারিশ লাশগুলো পরে থাকে
ময়নাতদন্তে যায়না ওরা।
ঠিক তেমনই খামখেয়ালি ইচ্ছে গুলো।
তোমায় ভালোবাসতে ইচ্ছে করে
ওই শালিক দুটোর মতোন,
যেন ওরা সত্যিকারের ভালোবাসে।
আমার কঠিন অসুখ।
ময়নাতদন্ত?
শেষ হয়েছে অনেকদিন।
মর্গে পরে থাকে ওরা,
ইচ্ছেরা।
Comments