top of page
Search

কবিতায় ( একটি ) বিধানেন্দু পুরকাইত



প্রেম আসুক

বিধানেন্দু পুরকাইত



কয়েক মাইল পাহাড়ী পথ হাঁটতে হাঁটতে

কোন এক বড় বাঁক এলে

পরকীয়া মনে পড়ে। 

সুঘ্রাণে বুক পবনে প্লাবিত হলে

নীল চোখের ছায়া বাসা বাঁধে। 

ভোরের প্রথম আলো

তুলসী মঞ্চে জ্বলে উঠলে

সেঁজুতি উঠোন জুড়ে ব্রহ্মসংগীত শুনি। 

তখন হৃদয় জুড়ে পরকীয়া পরকীয়া! 


মা-মাসীরা শিখিয়েছিল

পরকীয়া হলো প্রেম। 


প্রেম হলো পরকীয়া

পরকীয়া হলো প্রেম

প্রেম তো স্বর্গীয় সুখ। 


পৃথিবীর এমন দুর্দিনে

সুখ আসুক

প্রেম আসুক

যে নামে আসতে ভালবাসে। 




 
 
 

Comentarios


Subscribe Form

Thanks for submitting!

©2021 by Agantuk Potrika.

bottom of page