বায়স্কোপ
রাজীব মৌলিক
পুতুল নাচের ইতিকথা পড়িনি
তবে দেখেছি এ যুগের মাটির প্রতিমা
বিসর্জনের কাদামাখা স্নেহের পুতুল
কীভাবে সহজে অনায়াসে ভাসিয়ে দিচ্ছে
বুকের ভেতর শ্লোক
যেন তারা অভীজ্ঞ,দক্ষ বহুদিনের
অথচ তাদের বুকের নকশা এঁকে দেখেছি...
প্রতিটি ঘুড়ি আলাদা আলাদা আকাশ চায়
প্রতিটি নদীর আছে গোপন কাঁকন
Comments