এক অন্য কৃষ্ণ
শ্রেষ্ঠা গাঙ্গুলি
আজকাল সবাই বড্ডো বেশি প্রেমে পড়ে,
পড়বে বলেই যেনো পড়ে;
কখনো তাতে মেশে অহং এর রঙ, কখনওবা জিতে নেওয়ার জেদ।
আমি ঠিক জেদ হতে চাইনা,
চাইনা কারোর অহং হতে,
এর থেকে বরং রাধার মত ভালোবেসো, সমর্পণ কোরো মীরারা মতন;
নাহ্ পারলে থাক।
হাজার গোপিনীর কল্লোলের থেকে রাধার বাঁশি আর মীরার ভজন আমার তপ্ত শ্রান্ত মনকে সিক্ত করুক নানান ছন্দে।
ভাসিয়ে নিয়ে যাক আমায় অনন্ত স্বপ্নের দেশে,
চোখ ভিজে যাক ভক্তিরসে...
কিছু থাক অধরা কিছু থাক প্রাপ্তি,
কেউ থাকুক থাকবে বলে কেউবা চলে যাক মোহভঙ্গে;
আমি নাহয় মীরার ভজনে ডুব দিয়ে প্রেমসাগরে ভাসলাম রাধার বিরহীরুপে এক অন্য কৃষ্ণ হয়ে;
ভালোবেসে দেখিয়ে দেব কেবল নারী কেনো আমরাও পারি সম্পূর্ণরূপে সমর্পিত হতে, তখন যদি অভিমানী হয়ে দূরে থাকতে চাও মজবো না আর অন্য কারোতে;
থাকবো তবে রাধার মত বিরহীরুপে, পুজিব তব মীরার মত বিলীন হয়ে ভক্তবেশে
তোমা ভিন্ন অন্য নারীর বাসনার চেয়ে আমি তোমার বিরহেই বড্ড সুখী।।
Comments