top of page
Search

কবিতায় ( একটি ) সৌমী চৌধুরী মুখার্জী



সমাজ

সৌমী চৌধুরী মুখার্জী


স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত,

সম্মান আজ ভূলুণ্ঠিত

নারী আজ অসহায়

উপকারী মানুষ আজ চেনা দায়

লোভে লোভে ঘটেছে সংগ্রাম - প্রলয় - মন্থন - ক্ষোভে,

ভদ্রবেশে বর্বরতা

উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে,

লজ্জা-শরম ত্যাগী

জাতি প্রেম নাম ধরি

প্রচন্ড অন্যায়ে

ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়।

সৎ আজ অনাথ

অসৎ এর জয়গান

সময় আসবার অপেক্ষায়...

শতশত অসহায় প্রাণ।

মিথ্যার প্রাচীর পেরিয়ে

আসবে চিরসত্যের সকাল

সেই আশায় বুক বাঁধি।।






 
 
 

Kommentare


Subscribe Form

Thanks for submitting!

©2021 by Agantuk Potrika.

bottom of page