পরিবেশের পরিবর্তন
তনিমা সাহা
জানো তো পৃথিবীর গর্ভে নাকি সোনা আছে–
আছে ঠিকই- কিন্তু তা ঢেকে গেছে সিমেন্ট আর পিচের তলায়;
জানো তো পৃথিবীর বাতাসে নাকি স্নিগ্ধতা ইছে–
আছে ঠিকই-কিন্তু তা দূষণের কালীমায় লিপ্ত হয়ে গেছে;
জানো তো পৃথিবীর জলে অমৃত সুধা আছে–
আছে তো ঠিকই-কিন্তু তা ফ্যাক্টরির বর্জ্য আর প্লাস্টিকের প্লাবনে জর্জরিত;
জানো তো পৃথিবীটা তৈরি হয়েছিল এই আমাদের জন্যেই,
জানো তো পৃথিবী নিজেকে সাজিয়েছিল এই আমাদের জন্যই,
জানো তো পৃথিবীর পরিবেশটা ছিল শুধু আমাদের বেঁচে থাকার জন্যই,
কিন্তু আজ পৃথিবী ধূসরময়, দূষণময়, ধ্বংসময়, বিষময়–
পারবো তো আমরা আমাদেরই কৃত এই পরিবর্তিত পরিবেশে থাকতে?
পারবো তো আমরা আমাদেরই কৃত এই জঞ্জালের জঙ্গলে ঠাঁই নিতে?
পারবো তো শেষে আমাদেরই সৃষ্ট এই বিষাক্ত পরিবেশে শ্বাস নিতে?
Comments