অনুরোধ
দীপঙ্কর সরকার
ফিরিস্তি অনেকই ছিল স্থান সংকুলানের অভাবে সবাইকে নেওয়া গেল না । বিমুখ হলেও কিচ্ছুটি
করার নেই , অনেকেই ভালো লিখেছেন , লিখবেন
ভবিষ্যতে । নিরাশ হওয়ার কারণ নেই ।
স্বল্প বুদ্ধিতে যেটুকু বুঝেছি সেরার সেরা তাদেরই
রেখেছি সূচিপত্রে , সম্পাদক মণ্ডলীর বিচারই চূড়ান্ত।
এ বিষয়ে কোনো অজুহাত চলবে না , আপনি তো
নিয়মাবলি পড়েই লেখা পাঠিয়েছিলেন । অর্থের প্রশ্নে
এখন কেন উতলা এতটা !
একবার মনোনীত হয়নি তো কী হয়েছে পরের বার হবে তো নিশ্চয় । এজন্য বন্ধু বিচ্ছেদ শোভন নয় , আপনারা না থাকলে অচল আমরা ; আমাদের
ফেসগ্রুপে যুক্ত হলেই সব তথ্য পাবেন সেখানে ,, দোহাই ফ্রেণ্ডশিপটা ব্লক করবেন না ।
Comments