top of page
Search

ধারাবাহিক কবিতায় দেবার্ঘ সেন - ৩


সঞ্চয়িতার ওপর একটি ডেয়ারি মিল্কের প্যাকেট - ৩


দেবার্ঘ সেন






পাড়ায় পাড়ায় দুর্ভাগ্য বিক্রেতা-


ও অক্ষর প্রতিমা, অশান্ত ঢেউ থেকে বিতরণের থালা

শরীর ছিঁড়ে রক্ত নামছে

প্রতিবাদ জ্বলছে, আমাদের মৌন জংশন।

নিয়ন্ত্রণের মালা নিয়ে শুধুই এখন এদিক-ওদিক

মেকি পরিবর্তন, আর ' সে কি!! ' আবেগ



আমি রবীন্দ্রনাথের প্রেস থেকে তুলে নিয়েছি পাণ্ডুলিপি কাগজ।

সরিয়ে নিয়েছি আমার যাচ্ছেতাই মাথা-

আমার ব্যক্তিগত জীবন নিয়ে রবীন্দ্রনাথ বিচার করতে এসেছিল

যেহেতু জল-মুড়ি খাইয়েছি, ক্যাডবেরি খাইয়েছি

শুনশান রাত্তিরে জানিয়েছি

আমার শরীর ভালো না।


বিভাজিকার রেখা ধ'রে মশালের প্রেম

দেখতে দেখতে, আমি আজ ক্লান্ত।

ক্লান্তির বিবেক থেকে এই নাও খালি প্যাকেট উপহার

বহাল রেখো আবেশের সমস্ত গুণ

হরিণী চোখে সঞ্চয়িতার উপর ভারসাম্য করো যন্ত্রণার।



ভারসাম্য করো যন্ত্রণার


কাঁচা নৃত্যের মতো, জলদমন্দ্রের তানে

পতন, পতন, পতন- অপ্রতিরোধ্য

প্রতিধ্বনি !!


তোমার খোলা হাওয়ায় স্বপ্ন, উদ্বর্ত কর্পূর

অজানা অনুমানের ভেতর দিয়ে

হেঁটে যায় যে, তার কোনও পদছায়া নেই।


তার কোনও পদছায়া নেই



ঘরের পাশ দিয়ে চলে গেছে ট্রেনপথ।

ভূমি কাঁপতে কাঁপতে পাশে এসে দাঁড়িয়েছে

বোবা শৈশব।

অদিতি দূরের আলপথ ভুলে যায়

কবিতা লেখার পাপ

যুদ্ধের বিদ্রূপ হাসি অথবা বিদীর্ণমাত্রা

লন্ঠন হাতে নেমে আসে অলৌকিক

অকারণ দীর্ঘ প্রলাপ।


(ক্রমশ....)

95 views0 comments
bottom of page