top of page
Search

ধারাবাহিক কবিতায় দেবার্ঘ সেন -৫


সঞ্চায়িতার ওপর একটি ডেয়ারি মিল্কের প্যাকেট


দেবার্ঘ সেনঅনপনেয় কান্না সকাল


বিশ্বাসকে মর্গে রেখে এসে এখন

উপবাসে বসে আছি।

ক্যাডবেরির ভূমিকায় জালিয়াতি করছে সব সম্পর্কেরই পোকামাকড়।

আরশোলা ছেয়ে গেছে।

কবিজীবনের কোনও দলিল না রাখাই স্বনির্বাচিত শ্রেষ্ঠ কবিতা

তার থেকে ইঁদুর আসুক।

যাবতীয় লেখার পাতা কেটে যাক, তাকে আমি চাকরি দিই।

বেতন স্বরূপ ক্যাডবেরি খাওয়াই, যেন টুকরো টুকরো অভিসন্ধি।

সেকেলে টেপরেকর্ডারে ঠুমরী বাজে।

হেলে যেতে যেতে

আমার উদ্গার কমে যায়, ঝিমিয়ে পড়ি।ধূম্র অবগাহনে পিনাকী দৃষ্টি এসে

বিছানা পেতে দেয়

বৈভবের উচ্চসীমা থেকে অন্ধকার ঝরে পড়ে।


বৈভবের উচ্চসীমা থেকে অন্ধকার ঝরে পড়ে
কবিতার কাছাকাছি আসা পা'য়ে ঠেলে দিয়ে

কবির নিকট কারা যেন আসতে চায়

তারা বহুবর্ণ-ধারী,

একেক বার একেক রং ফুটে ওঠে

তা হোক, ভালো কি মন্দ জানি না

কিন্তু আমার কাছে সে বিষয়টা আমি বিরুদ্ধ

হওয়ায়, আমি দেখি মহাকাশ, অগাধ পুষ্পমঞ্জরী

ধীরে ধীরে, সব কেমন মিশে যায়

আশীর্বাদ ও অভিশাপ পারস্পরিক স্থান বিনিময় করে।45 views0 comments
bottom of page