ধুলো হাড়ের পাঁচালী
হরিৎ বন্দ্যোপাধ্যায়
২
দেওয়াল নিয়ে কত কথা, কত পাতা। এসব তো মনে রাখার নয়। যে দেওয়াল তোলে সে কোনোকিছুই পড়ে না। সবার ওপরে দাঁড়িয়ে থাকা দু'টো পা। নিজেই একটা পৃথিবী তৈরি করে সব পাতা ছিঁড়ে দেয়, এমনকি নিজেরটাও। আগে যা লেখা হয়েছে সব উড়িয়ে দিয়ে দেওয়াল থেকে আবার সব নতুন করে শুরু করে। আসলে দেওয়াল তো একট মাথা। যখন সামনে আর ভেতরে এসে দাঁড়ায় সারা পৃথিবী থেকে সে নিজেকে আড়াল করে ফেলে। নিজের কথা নিজে শুনেই ঘন্টা বাজিয়ে দেয়।
Comments