ধুলো হাড়ের পাঁচালী
------------------------
হরিৎ বন্দ্যোপাধ্যায়
৪
কথা ফুরিয়ে এলেই সম্পর্ক শেষ। তার মানে প্রয়োজন ফুরিয়ে এসেছে। ঠিক যেমন হাতের নাগালের আম শেষ হলেই গাছের গল্প হারিয়ে যায়।
খুব কম জনই ভাবে হাঁটতে হাঁটতে আরও অনেক নতুন দরজা খুলতে চলেছে। তৈরি হচ্ছে গলি, নদী পারাপারের সেতু। কিন্তু তার জন্য আসল বাড়ির কাজ কিছুদিন বন্ধ থাকে।
আকাশ দেখতে অনভ্যস্ত মানুষজনরা মাথার আম দেখার আগেই বাঁক ঘুরে যায়।
Comments