ধুলো হাড়ের পাঁচালী
হরিৎ বন্দ্যোপাধ্যায়
৬
যেহেতু ছোট্ট গলিটার মধ্যে সে ঢুকবে না তাই সঙ্গে সঙ্গে অন্য একটা গলির মধ্যে ঢোকা স্থির করে ফেলল। অনেক দূরে বসে একটা কাক সবটুকু দেখল এবং উড়ে যেতে যেতে বলল, মানুষের বিশ্লেষণ বড় একতরফা আর তাই নিজেরাই নিজেদের একঘেয়েমির রঙে বার দুয়েক হাত নাড়াতে না নাড়াতেই এমন ক্লান্ত হয়ে পড়ে যে ছোট্ট গলিটার কাছে আসার অনেক আগেই পরীক্ষা নিরীক্ষার ইচ্ছা চলে গিয়ে খুব সাদামাটা ব্যাখ্যায় বিশ্বাস রেখে ফেলে।
Comments