আশার পৃথিবী
অর্পিতা মান্না
প্রকৃতি প্রকোষ্ঠে ঘুন ধরেছে,
কংক্রিটে গ্রাস হয়েছে সবুজ।।
প্রাণের দেহতে ফের নেমেছে,
অসুস্থতার স্থির গম্বুজ ।।
মানুষে মানুষে চলেছে বিবাদ,
যুদ্ধ জুড়েছে বাস্তুতন্ত্র।।
শহরে শহরে দূষিত বায়ু,
আমরা চোষেছ মানব যন্ত্র ।।
আজ তবে হোক সংকল্প।।
নূতন আনার প্রতিশ্রুতি;
একটি গাছে একটি প্রাণ,
সুখ লিখে হোক বানভাসি ।।
আমরা লিখবো আশার কলমে
অরণ্য আঁকবো জীব কূলে নিয়ে ।।
গড়বো এবার সৃষ্টি ভূমি,
বিশ্ব সাজুগ বুনো ফুল দিয়ে ।।
দুর্যোগ শেষে ওঠে ধ্রুব তারা,
শ্রাবণ রাতেই মুক্তি নামুক ।।
ধ্বংস বুনেই নীর হোক স্থির,
বাবুই বাসায় জোনাকি জ্বলুক ।।
ফিরে আয় মন আরো একবার,
সতেজ ভেজা সেই ধরা তলে ।।
পরিবেশ মোর পূর্ণতা পাক,
হেসে যাক ফার্ন দেবদারু কোলে।।
Comments