আকিঞ্চনের ধন
প্রাপ্তি মুখোপাধ্যায়
ও আমার আকিঞ্চনের ধন,
কোথা বল বাঁচাই তোকে কোন আড়ালের কোণ !
সে আমার চিলতে পর-বাস,
গোনা ইট ভাগের উঠোন বাড়ন্ত প্রশ্বাস !
যে কদিন পান্তা-নুনে হয়,
তা বাদে রোজ দুবেলা পেটভরানোর ভয় !
তবু এই ছাইয়ের গাদার পাশ--
ঢলঢল পুঁইপাতা আর উচ্ছে বারোমাস !!
আজ নাকি গাছ লাগানো চাই-
ঝুমুদের ইসকুলে আজ সবুজসফর তাই।
হাতে সব রঙিন ছবি,গান
তালে তাল প্রভাতফেরী,বাঁচাও ,বাঁচাও প্রাণ...!!
ওরা সব পেরিয়ে যাবার পর-
দেখি তোর থ্যাঁতলানো পেট ওপড়ানো শেকড়---
বোসেদের দুর্গাদালান সাফ,
আগাছায় কোদাল মেরে দেয়নি তোকেও মাফ!
বল এবার কোথায় তোকে থুই
জানলায় উচ্ছে লতায় টালিরচালে পুঁই
আমার তো আকাশভরা ছাদ
রোদ নেই চুল মেলি,তায় বটের ছায়ার সাধ--!
ওদিকের পুকুরপাড়ে চল-
ওখানেই চাঁদ বিছিয়ে বাঁচাই চোখের জল !
আহা তুই বাঁচলি তবু বেশ !
ঘর আমার ভিক্ষেভিটে পুকুরপাড়েই দেশ--
নিভেছে সকালবেলার আঁচ
শুধু ভাত,কারণ আমার পলতাপুঁইও গাছ...!
আজ শুধু ভাতই...আমার উচ্ছে-পুঁইও গাআআআছ..!
নাকি আজ গাছ লাগাতে হয়
জল মাটি বটের ছায়ায় অনন্ত আশ্রয়..!
খিদে ঘুম বসত ভাসার পর-
সবুজের তাবিজ-কবচ বাঁচাক চরাচর..!
সে তো সেই "অলখ নিরঞ্জন"
মুঠিকয় শ্বাসবায়ু আর আকিঞ্চনের ধন..!!
Comments