
ওরা জানতেই পারেনি
উদয়ন চক্রবর্তী
ওরা আগুনের সাথে যুদ্ধ ঘোষণা করতে
পারেনি অন্তত জটায়ু হয়ে
জানতেই পারেনি ওদের জীবন্ত দগ্ধ
হবার খেলা খেলতে হবে
আর পৃথিবী দক্ষিণা বাতাস কে সাহায্য
করবে ধ্বংসের বাজপাখি হতে
রাতের অন্ধকার শ্বাপদের চোখ এঁকে
দেবে জলের কান্নায়
দূর দিগন্তে যারা সহবাসে বীজ পুতে দিল
তখন খুশির পর্বতে চড়ে
সেখানে কখন অনন্ত অমাবস্যা নামবে
জানা নেই কর্ণের জন্ম রহস্যের মতো
বসন্তের কোকিল তখনও যৌন তাড়নায়
খুঁজে চলছিল সাথী
জ্বলন্ত শিশুরা শুধুই জল আর বাতাস চেয়ে ছিল অগস্ত্য যাত্রার আগে
Comments