top of page
Search

বছরের প্রথম দিনে ।। কবিতা ।। উদয়ন চক্রবর্তী

agantukpotrika

ওরা জানতেই পারেনি

উদয়ন চক্রবর্তী




ওরা আগুনের সাথে যুদ্ধ ঘোষণা করতে

পারেনি অন্তত জটায়ু হয়ে

জানতেই পারেনি ওদের জীবন্ত দগ্ধ

হবার খেলা খেলতে হবে

আর পৃথিবী দক্ষিণা বাতাস কে সাহায্য

করবে ধ্বংসের বাজপাখি হতে

রাতের অন্ধকার শ্বাপদের চোখ এঁকে

দেবে জলের কান্নায়

দূর দিগন্তে যারা সহবাসে বীজ পুতে দিল

তখন খুশির পর্বতে চড়ে

সেখানে কখন অনন্ত অমাবস্যা নামবে

জানা নেই কর্ণের জন্ম রহস্যের মতো

বসন্তের কোকিল তখনও যৌন তাড়নায়

খুঁজে চলছিল সাথী

জ্বলন্ত শিশুরা শুধুই জল আর বাতাস চেয়ে ছিল অগস্ত্য যাত্রার আগে



8 views0 comments

Comments


Subscribe Form

Thanks for submitting!

©2021 by Agantuk Potrika.

bottom of page