আশ্রয়
মানসবেণু চক্রবর্তী
চোখে থাকে স্বপ্নরা-
মন থাকে বুকেতে,
হৃদয়ের দর্পণ-
থাকে জানি মুখেতে।
ফুলেরা বৃন্তে থাকে-
মাছ থাকে জলেতে,
গ্রহ-তারা আছে জানি-
আকাশেরই কোলেতে।
পাখিরা শাখায় থাকে-
বাঘ থাকে বনেতে,
ঈশ্বর থাকে জানি-
পবিত্র মনেতে।
ভারতেও নেই যেটা-
আছে মহাভারতে,
সাতে-পাঁচে নেই যারা-
তারা থাকে বারোতে।
Comments