বিড়ম্বনা
শম্পা সাহা
যখন কাছাকাছি পাশাপাশি থেকেও একে অপরকে ছোঁয়া যায় না,
যখন মনে কথার উদ্গীরন,কিন্তু জিভ আড়ষ্ট,
যখন তোমার মুখে নিজের নামটা শোনবার জন্য কান হা পিত্যেশ করে বসে,অথচ তুমি?
তুমি মুখ ঘুরিয়ে!
যেন আমাকে শুনতে,বুঝতে,অনুভব করতে পারছো না।
অথচ আমি জানি, ভীষণ ভাবেই জানি ,তোমার প্রতিটা হৃদ্স্পন্দন আমাকেই অনুসরণ করে,
তোমার প্রতিটা চাহনি খুঁজে ফেরে আমাকেই,
প্রতিটা নিঃশ্বাস রাঙিয়ে দিতে যায় আমার আজন্মলালিত শুভ্রতা,
তুমি তখন আমি হয়ে উঠতে চাও আর আমি তুমি!
আমরা সাত সমুদ্র তেরো নদী পার করেও কিছুতেই এই বাতাসের দরিয়াটুকু পার করতে পারছি না!
এ কি এক বিড়ম্বনা বলতো?
Comentarios