top of page
Search
agantukpotrika

বছরের প্রথম দিনে ।। ধারাবাহিক গদ্য ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়


ধুলো হাড়ের পাঁচালী -১১


হরিৎ বন্দ্যোপাধ্যায়




আলোকে একটা শরীর ধরে অনেকদূর পর্যন্ত এগিয়ে যাই। হাঁটি তো কিন্তু কেমন যেন কেটে কেটে যায়। বুঝতে পারি দীর্ঘ সময় আলোর রেখায় সোজা থাকা বেশ কষ্টের। না, কষ্টের নয়। কষ্ট বললেই রক্ত ঘাম মাংস সব একজায়গায় এসে জড়ো হয়ে যায়। আর ঠিক তখনই মনে হয় হাওয়ার মতো ভেসে যাওয়া এক উদার হাতের কাছ থেকে কোনো শক্তি এসে সবকিছু ছিনিয়ে নিল। এখানে যেন মন বলে কিছু নেই। বরং বলা ভালো একটা বিশেষ বিন্দুতে গেঁথে থাকা। আলোর পায়ে নাচের মুদ্রা অতল তলের সংকেত বয়ে নিয়ে আসে। গভীর জলের মধ্যে থাকা কালো পিঁপড়ের দল রক্তপ্রবাহের নালী কেটে দিলে অতুল ঐশ্বর্যের ডাক আসে। আর জলের সঙ্গে ভাসতে ভাসতে যখন সবকিছু জল হয়ে যায় তখন আলো তার যাত্রাপথে সহজেই সবকিছু চিনে নিতে পারে।



3 views0 comments

Comments


bottom of page