বছরের প্রথম দিনে ।। ধারাবাহিক দীর্ঘ কবিতা ।। দেবার্ঘ সেন
- agantukpotrika
- Apr 16, 2022
- 1 min read

সঞ্চয়িতার ওপর ডেয়ারি মিল্কের প্যাকেট
দেবার্ঘ সেন
হ্যাঙারে ঝোলা শূন্য চেয়ার
চশমা ঝাপসা হয়ে আসে
ঘড়ির প্রতি সন্দেহ জাগে
ঘোর ভাঙে আরও এক ঘোরে
বিশুদ্ধতার লোভ ডিঙিয়ে যাই
যাত্রাপথে সকল গাছের ছালে
শুধু তোমকেই দেখতে পাই
মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে
এক হয়ে যায় ফুলের ব্যথা
ভোরের কার্ণিশে পায়রা এসে বসে
ছোলা ভেজানো জলে
মাথা ডুবিয়ে দিই
পুড়তে পুড়তে নষ্ট করি
যত ধরণের কাগজ
সে সব কাগজই একদিন আমায়
ভস্ম করবে জানি।
( ক্রমশ...)
Comments