top of page
Search

বদরুদ্দোজা শেখুর একটি কবিতা


অচেনা পৃথিবী

বদরুদ্দোজা শেখু





শালিধান খাসাধান বিন্নীর খই দেখি না এখন


নতুনকে পথ ছেড়ে দিতে হয় সবাইকে ক্রমে ক্রমে 


কালের নিয়মে, বকলমে ক্ষুধিত তৃষিত


জীবকূলের জঠর কঠোর পাষাণ, সামান্য ফলনে 


তার কুলোয় না , চুলোয় যাক পুরনো পরিতোষ,


যতো দোষ বর্ধিষ্ণু জনসমাজ , আজ আমরাই 


দাঁড়াবার স্বভূমি পাচ্ছি না, তাই বদল তো


আনতেই হবে অভাবে স্বভাবে । যাবে যারা


যুগের তালে মানাতে পারবে না ।


প্রেম আর পরকীয়া একাকার আজ ।



বড়ো অচেনা পৃথিবী একটা জীবনে ।।

14 views0 comments
bottom of page