অচেনা পৃথিবী
বদরুদ্দোজা শেখু
শালিধান খাসাধান বিন্নীর খই দেখি না এখন
নতুনকে পথ ছেড়ে দিতে হয় সবাইকে ক্রমে ক্রমে
কালের নিয়মে, বকলমে ক্ষুধিত তৃষিত
জীবকূলের জঠর কঠোর পাষাণ, সামান্য ফলনে
তার কুলোয় না , চুলোয় যাক পুরনো পরিতোষ,
যতো দোষ বর্ধিষ্ণু জনসমাজ , আজ আমরাই
দাঁড়াবার স্বভূমি পাচ্ছি না, তাই বদল তো
আনতেই হবে অভাবে স্বভাবে । যাবে যারা
যুগের তালে মানাতে পারবে না ।
প্রেম আর পরকীয়া একাকার আজ ।
বড়ো অচেনা পৃথিবী একটা জীবনে ।।
Comments