বিজয়া দশমী ।। বিশেষ সংখ্যা ।। কবিতাঃ- আবিরা ব্যানার্জী

আরজি
আবিরা ব্যানার্জী
ও আকাশ, তোর কাছেতে টেনে নিবি!
সূর্য থেকে আগুন নিয়ে আমায় তুই পুড়িয়ে দিবি!
মেঘের থেকে বৃষ্টি নিয়ে একটুখানি ভিজিয়ে দিবি!
ও সাগর, তোর ঢেউ হতে চাই।
ধলাপেট সিন্ধুঈগল আর পেঙ্গুইনের সই হতে চাই।
আর বালুকাবেলায় নিশিদিন তাঁর চরণ ছুঁতে চাই।
ও কুঞ্জ! তোর মধ্যে লুকিয়ে নিবি!
তোর গন্ধ আমার গায়ে রোজ দুপুরে মাখিয়ে দিবি!
জংলি ফুলের রঙিন মালায় আমায় তুই সাজিয়ে দিবি!
ও পাহাড়! তোর ঢালু পথ হতে চাই।
তোর জীবনের গা বেয়ে ওই ঝরনা ধারা রোজ ছুঁতে চাই।
খুব শীতে তোর সাথে এক তুষার চাদর মুড়ি দিতে চাই।
ও নদী! তোর বুকেতে ভাসতে দিবি!
ভাটির স্রোতে প্রেমানন্দে ভাটিয়ালি গান গাইতে দিবি!
সৃষ্টি থেকে মোহনাতে আমায় নিজের করে সঙ্গে নিবি!
বল না! নিবি!!