top of page
Search
agantukpotrika

বিজয়া দশমী ।। বিশেষ সংখ্যা ।। কবিতাঃ-জয়নাল আবেদিন


দিন যাপন

জয়নাল আবেদিন



অবকাশ যাপনের দিনগুলোয়


চারপাশে ভিড় জমায়


যাযাবর পাখি গুলো।



পেঁজা তুলোর মতো- সাদা মেঘগুলো


ইচ্ছে ডানায় ভর করে


ইতস্তত ঘুরে বেড়ায়।



আলোয় উদ্ভাসিত শহরতলী


মানুষের কলতানে


মুখর হয়ে ওঠে ।



অথচ, অন্ধ ভিখারিনী


ময়লা কাপড়টা শরীরে জড়িয়ে


আজও - বকুল গাছের তলায় বাটি হাতে।



দিন যাপনের শুরু .......

6 views0 comments

Kommentarer


bottom of page