![](https://static.wixstatic.com/media/db19e5_877aad27201748929a40e5eb364c1661~mv2.jpeg/v1/fill/w_680,h_510,al_c,q_80,enc_auto/db19e5_877aad27201748929a40e5eb364c1661~mv2.jpeg)
পথ
অনন্যা দাস
যে পথ দিয়ে হেঁটে গেলে
সে পথ আজি ফাঁকা
যে পথের তুমি সঙ্গীনি ছিলে
সে পথে আমি একা।
যে পথ ছিল তোমার আমার
স্বপ্ন কানন ঘেরা
সে পথ আজি দুমরে গেছে
আমি দিশেহারা।
যে পথ দিয়ে গল্প গুলো
কাব্য হবে বলে.....
সে পথ দিয়েই ভেসে গেলে
অথৈ স্রোতের জলে।
যে পথ দিয়ে ঠিকানা খুঁজি
বাড়ি ফিরি রাতে;
সে পথ আজি খুব অচেনা
সঙ্গী খুঁজে সাথে,
সঙ্গী খুঁজে সাথে।।
Komen