top of page
Search

বিরতি থেকে ফিরে ।। কবিতা ।। অভিনন্দা ভৌমিক

agantukpotrika

অবুঝ

অভিনন্দা ভৌমিক


সেদিন এক বিজ্ঞাপন দেখে মনে হলো

সত্যিই আমার পরিচিত পৃথিবীতে আমাকে আমার মতো করে বোঝার পুরুষ নেই....আর হয়তো থাকবেও না....

না বুঝেছে আমার বাবা.... না বুঝছে আমার প্রেমিক....

আর না বুঝবে আমার স্বামী

আমি এখন অর্ধ পঞ্চাশের দোরগোড়ায় যেখানে পুরুষের এক সাদা কালো রূপ বারবার আমি দেখতে পাই....

বারবার সম্মুখীন হচ্ছি তাদের পছন্দের সীমাবদ্ধতায়

শুধু চেষ্টা করে যাচ্ছি সম্পর্ক বাঁচানোর....



চেষ্টা করছি নিজেকে বদলে তাদের মনের মতো হয়ে ওঠার...

তারা সবাই চায় আমাকে নিখুঁত দেখতে....

বাবা চায় একটি নিখুঁত মেয়ে যে হবে সর্বগুনসম্পূর্ণনা

প্রেমিক চায় একটি নিখুঁত প্রেমিকা যে থাকবে রূপ আর গুনের শিখরে.... আর স্বামী চাইবে হয়তো এক নিখুঁত স্ত্রী

তাদের এই চাওয়া গুলো মেটাতে গিয়ে বারবার পিছলে যাচ্ছি

কারণ এটা তো সেই আমার আমি নয়...

এরপরেও অপবাদ আসে আমি তাদের কথা মানতে চাই না কিংবা মন দিয়ে শুনলে হয়তো অভ্যাসটা আজ তৈরী হতো

আমি বারবার নিজের কাছে হেরে যাচ্ছি

হেরে যাচ্ছি নিজের আমিত্বের কাছে

........ কিন্তু ওই যে শুধু মায়ায়ে আটকে পড়ছি......

" আবার কি তবে একা হলাম বুঝি? "

14 views0 comments

Comments


bottom of page