top of page
Search

বিরতি থেকে ফিরে ।। কবিতা ।। রুষা


অ-সুখের বর্ষা

রুষা


আরও অনেক দূর যেতে হবে,

সিলিং ক্রমশ এগিয়ে আসছে।

পঙ্গু বাবার মুখ...

মরা মায়ের ছবি দোল খাচ্ছে।

এই বৃষ্টি

অসহ্যকর।

শীতের কামড়ের বৃষ্টি...




এই বৃষ্টিদের চাইতে নেই...

যন্ত্রণা গলে পড়লে মানুষ গলতে থাকে।

অসহায় মানুষের কানে চিৎকার করে হেসে ওঠে।...

সাফল্যের চূড়ায় উঠে ওরা হাসে।

বৃষ্টি তুমি থামো

আমাকে যেতে দাও

পথ পেরোতে দাও...

জমা জলে পেরোতে কষ্ট।

একমুঠো তাজা বাতাস এনে দাও,

মুক্ত করো

আর এভাবে ডেকোনা।

19 views0 comments
bottom of page