একটি খরগোশ ও কিছু স্পর্শেরা
শুভঙ্কর বিশ্বাস
স্পর্শ করলে দোষ কথায় ?
একমাত্র স্পর্শই কেবল এই জরা শরীরে মৃত্যুর বীজ বপন করতে পারে ;
স্পর্শ বলতে তুমি কি বোঝো -
পাপ ,
সংক্রমণ ,
উত্তাপ ,
কামনা...?
আমি কিন্তু স্পর্শ বলতে বুঝি -
আলো ,
বৃষ্টি ,
দমকা হাওয়া ,
ঢেউ...?
তোমার যে অল্পবয়সী প্রেমিক তোমায় আজীবন স্পর্শ করবে বলে স্বপ্ন দেখে ;
তুমি তাকে আকাশ করে দিও
মেঘ জমলে তোমার আঁচল দিয়ে মুছিয়ে দিও ,
আসলে স্পর্শরাই বোধহয়, সাদা খরগোশের মতোন ভীরু ও উজ্জ্বল -
কখন যে কোথায় লুকিয়ে পড়ে তার কোনো ইয়ত্তা নেই ,
অথচ দ্যাখো স্পর্শেই কেবলমাত্র দোষ হয় ,
যেমন প্রতিটা ব্যক্তিগত পাপেই লেগে থাকে স্পর্শ দোষ
আর তুমি, আমি....আমরা যারা এক একটা রূপক হয়ে হারিয়ে যাবে মহাকাশে ,তাদের দূরত্বটা স্পর্শাতীত হয়েই থেকে যাবে অনন্তকাল...।।
Comentarios