top of page
Search
agantukpotrika

বিরতি থেকে ফিরে ।। কবিতা ।। শুভঙ্কর বিশ্বাস


একটি খরগোশ ও কিছু স্পর্শেরা

শুভঙ্কর বিশ্বাস


স্পর্শ করলে দোষ কথায় ?

একমাত্র স্পর্শই কেবল এই জরা শরীরে মৃত্যুর বীজ বপন করতে পারে ;

স্পর্শ বলতে তুমি কি বোঝো -

পাপ ,

সংক্রমণ ,

উত্তাপ ,

কামনা...?


আমি কিন্তু স্পর্শ বলতে বুঝি -

আলো ,

বৃষ্টি ,



দমকা হাওয়া ,

ঢেউ...?

তোমার যে অল্পবয়সী প্রেমিক তোমায় আজীবন স্পর্শ করবে বলে স্বপ্ন দেখে ;

তুমি তাকে আকাশ করে দিও

মেঘ জমলে তোমার আঁচল দিয়ে মুছিয়ে দিও ,

আসলে স্পর্শরাই বোধহয়, সাদা খরগোশের মতোন ভীরু ও উজ্জ্বল -

কখন যে কোথায় লুকিয়ে পড়ে তার কোনো ইয়ত্তা নেই ,

অথচ দ্যাখো স্পর্শেই কেবলমাত্র দোষ হয় ,

যেমন প্রতিটা ব্যক্তিগত পাপেই লেগে থাকে স্পর্শ দোষ

আর তুমি, আমি....আমরা যারা এক একটা রূপক হয়ে হারিয়ে যাবে মহাকাশে ,তাদের দূরত্বটা স্পর্শাতীত হয়েই থেকে যাবে অনন্তকাল...।। 





17 views0 comments

Comentarios


bottom of page