বর্তমান মানুষ
সুস্মিতা রায়
মনে পাপ
মুখে মন্ত্র।
প্রান আছে
তবু যেন যন্ত্র।
আছে শব্দের বাহার
নেই তবে ভাষা।
বিকৃত চেতনায়
হারিয়েছে দিশা।
ডিগ্রির বোঝা কাঁধে
ঘুরছে অকারণ।
অশিক্ষার আঁধারে
পুড়ছে সারাক্ষণ।
প্রান আছে শরীরে
নেই আবেগ মনে।
মাটির পুতুল যেন
এক জ্যান্ত উদাহরণে।
Commentaires