top of page
Search
agantukpotrika

বিরতি থেকে ফিরে ।। ধারাবাহিক গদ্যে ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়


ধুলো হাড়ের পাঁচালী -১০


হরিৎ বন্দ্যোপাধ্যায়



ধানকাটা মাঠের মতো যেদিন সবকিছু নিয়ে একজায়গায় এসে জড়ো হয়ে দাঁড়াতে পারব সেদিন বোবা হয়ে যাব। কথার মতো সবকিছু তো সাজানোই আছে। তুমি পড়ে নাও। যেখান থেকে খুশি পড়তে পারো। একেবারে শেষ প্রান্ত থেকে একটু একটু করে সরে আসো অথবা হঠাৎ করেই নেমে পড়ো। খোলা আকাশের উঠোন জুড়ে আলো। তুমি অযথা পাক খাবে না। একবারও মনে হবে না একঘেয়েমি পথের ক্লান্তিকর পরিক্রমা। যেখান দিয়েই যাও, যে পথেই যাও ----- তুমি জেনে যাবে নিজের সর্বস্বটুকু দিয়েও পায়ে পায়ে গল্প বলে যেতে হয়। সমগ্র শরীর জুড়ে রোদ্দুর ---- চোখ তুলে তাকাও। অথবা কেউ অন্ধ নয় ------ অন্ধকারটাও এমনভাবে ক্যানভাসের ওপর চাপানো আছে। শুধু বৃত্তবিন্যাসের পর্দা ছিঁড়ে আমৃত্যু নৈঃশব্দের হাঁটা পথে।



41 views0 comments

Comments


bottom of page