top of page
Search
agantukpotrika

মহানবমী ।। বিশেষ সংখ্যা ।। কবিতা - আকাশ দত্ত


মাতৃ বন্দনা 

আকাশ দত্ত


পুজোর গন্ধ আকাশে বাতাসে আজ ভেসে আসে আজ 


মনের ভেতরে স্পর্শ করে শারদীয়ার গানের সুর , 


মার আসার খুশিতে এই হৃদয় আমার রেঙেছে  


পৃথিবী আবার সাজবে নতুন করে মায়ের আগমনে । 


চারিদিকে কান পাতলেই শুনতে পাচ্ছি ঢাকের আওয়াজ 


চোখ বন্ধ করে হৃদয় মাঝে অনুভব করছি আগমনীর গান , 


শরতের আকাশে ওই শোনা যায় শঙ্খের ধ্বনি 



সমস্ত আঁধার মুছে দিয়ে শুভ সূচনা করতে আসছে মা জানি । 


মায়ের আসার আনন্দে আজ আমার এই মন আনন্দে আত্মহারা 


পুজোর আনন্দে আজ মেতেছে সমগ্র বসুন্ধরা , 


মায়ের আরাধনা হবে তাই আমার মন যে আজ বড্ড আনচান 


মায়ের কাছেই সপে নিজেকে আমি জানাবো মায়ের চরণে আমার প্রণাম । 


যত কান্না যত হাহাকার কষ্ট যা আছে এবার মুছে যাক 


মায়ের আসার আনন্দে এই ধরা আবার নতুন করে প্রাণ পাক , 


তোমাকে রেখে অন্তরে মা কাটুক আমার সারাক্ষন 


মা আমাদের সবার মাঝে এভাবেই রাখবো ভক্তি ভরে তোমায় আজীবন । 



3 views0 comments

Comments


bottom of page