top of page
Search

মহানবমী ।। বিশেষ সংখ্যা ।। কবিতাঃ- বদরুদ্দোজা শেখু


শারদগাথা

বদরুদ্দোজা শেখু





শব্দগুলো শরৎ সাজে , শব্দগুলো বাজে বুকে,


কাশফুল আর ঢাকের বাদ্যি আদ্যিকালের সুখ অসুখে


বছর বছর ঘর ক'রে যায় আমাদের এই মন-মৌসুমে


দেবীমাতা দূর্গা আসেন উমা আসেন মর্ত্যভূমে ,




ঘুম উড়ে যায় কুমোরটুলির ঢাকী- ঢুলির ক'দিন যেন ?


বলতে পারো ,লেপ্টে থাকে আমজনতার ধ্যানজ্ঞানও


ওই পরবে, তার গরবে উড়তে থাকে মেঘের তুলো


ঝকঝকে নীল আকাশ জুড়ে , শিশির ছোঁয়ায় বাতাসগুলো


হিমেল পরশ আনলো ব'য়ে হিমালয়ের পাহাড় থেকে


কখনো আকাশ হাসতে থাকে, কখনো যায় বাদলে ঢেকে ,


প্রকৃতিরাণীর খেয়ালিপনায়  দুঃখ-সুখের বাজনা বাজে


চারটি দিনের মামলা শুধু, সম্বৎসর তবু বিরাজে


মাতৃরূপেণ কন্যারূপেণ শক্তিরূপেণ  পূজ্য  দেবী


আমজনতার  হৃদ-মাঝারে দনুজদলনী সুহিসেবী ।


আগমনীতে আমরা হাসি, আমরা কাঁদি নিরঞ্জনে


প্রকৃতি-মাতাও হয়তো কাঁদেন হেমন্তময় বনে বনে !!

 
 
 

Comments


Subscribe Form

Thanks for submitting!

©2021 by Agantuk Potrika.

bottom of page