top of page
Search

মহানবমী ।। বিশেষ সংখ্যা ।। ধারাবাহিক কবিতাঃ- দেবার্ঘ সেন


সঞ্চিয়তার ওপর ডেয়ারী মিল্কের প্যাকেট

দেবার্ঘ সেন


সপ্তম পর্ব


সরণ আসলে শূণ্য

যে রাস্তা জীবনের দিকে চলে গেছে

সে রাস্তায় কোনও আলোকস্তম্ভ নেই

শুধু উপলব্ধির জেরেই

স্পষ্ট হয়ে ওঠে প্রতিটি শব্দ-স্তর

বিশ্বাসের ঘোলাটে কেন্দ্রে বিস্ফোরক পাঠায়

আন্তঃরাাষ্ট্রীয় কবিতা আকাদেমি

তাঁরা জানে না, কোনও বিস্ফোরকই কাটাতে পারবে না

আমার ঘোর

হিতে বিপরীতে, মোহন সুরে

পৃথিবী জুড়ে ফুটবে আরও কদম

আরও কদম.. আরও কদম..


তুমি কি এক কামড় ডেয়ারি মিল্ক খাবে?


এক কামড় ডেয়ারি মিল্ক খাবে?

সানসেট পকেটের থেকে,

বের করে মেলে ধরলে যাপন

তোমার তো পথ ছিল ভিন্ন, যতদূর জানি

এলিপসিস অন্ধকার শহরের ঘুমে

আজো নাচে প্রান্তিক ক্ষমা

গলনের উন্মেষ ও অবান্তর কোলাহল

শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে

নেই কোনও উলঙ্গসুখ

সঠিকের আপেক্ষিক দশা

শ্বাস নিতে হবে, সেও তো অজানা ভারি-

বায়ুর উত্তরাধিকার এও কি নয় এক আশ্চর্য প্রমাদ!!

এই কবিমন, সর্বস্ব উপেক্ষা করে ছুটে যেতে চায়



সর্বস্ব উপেক্ষা করে ছুটে যেতে চায়

নীরবতায় নিমজ্জিত দু'হাতে সূর্য এসে লাগে

রেশমের অবগাহনে শ্লথ হয়ে যাই..

গোলকীয় মনের বাগান থেকে উড়ে যায় প্রজাপতি

মাথামোটা পৃথিবী চিবিয়ে খায় সবুজ

এন্ড অফ ফার্স্ট সিন কাট টু শীর্ণ মেধার ভীড়।

33 views0 comments
bottom of page