সময়ের বালুচরে
অভিজিৎ সাহা
জাহাজ চলেছে সাগরের বুকে জেগে আছে বন্দর,
প্রবাল প্রাচীর ঘুমিয়ে রয়েছে হাজার বছর ধরে-
রঙিন স্বপ্নে ভরে গেছে আজ জীবনের অন্দর,
শত মৌনতা বিলীন হয়েছে সময়ের বালুচরে।।
হরীতকী বনে পাতারা এঁকেছে ছায়াদের শামিয়ানা,
পাহাড়ের পথে আলপনা দেয় আপেলের সাদা ফুল,
কবি হৃদয়ের জিজ্ঞাসু মনে প্রশ্নের আনাগোনা,
বৃষ্টির জলে বাঁধা শৈশব আনন্দে মশগুল।।
শ্রাবণ বিরহে আকুল করেছে কামরাঙা লাল মেঘ,
হাজার দ্বন্দ্ব ভাগ করে দেয় কালের বিষুব রেখা-
নৈরাশ্য হানে ভগ্ন হৃদয়ে কামনার উদ্বেগ,
জীবন পথের বিলাপের কথা তুলির টানেতে লেখা।।
মধ্যরাতের রুদ্রবীণায় বাগেশ্রী জেগে ওঠে,
ঝাঁপতাল মাতে দুঃখের সুরে বেদনার সঙ্গীতে।
শিহরিত মনে অব্যক্ত ধ্বনি ফুটেছে কোমল ঠোঁটে,
শেষ জীবনের অতৃপ্তি থাকে দু'চোখের চাহনিতে।।
Comments