top of page
Search

মহাষষ্ঠী ।। বিশেষ সংখ্যা ।। কবিতা- কৌশিক পাল


সবকিছু কৃত্রিম নয়

কৌশিক পাল








এই একবিংশ শতাব্দীর পৃথিবী এখন শবাগার।

চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কিছু পচা গলা দেহ, অবিরত।

বাতাসে ভেসে বেড়াচ্ছে মানুষ পচার গন্ধ।

নিকোটিনের গন্ধ সহ্য হলেও, এটা বড্ড নাকে লাগছে।

তাই মাস্ক পরে বসে আছি কফিশপে।



তুমি শতশত লাশ ঠেলে এগিয়ে আসছো আমার দিকে।

তুমিও কি গন্ধ পাচ্ছ?

নাকি কৃত্রিম কোনো আতরের গন্ধে তুমি মোহিত হয়ে আছো।

যে গন্ধ আমি প্রথম পেয়েছিলাম তোমার বুকে।

তবে মিলনের শেষ মুহূর্তে তোমার শরীর থেকে চুইয়ে চুইয়ে ঘাম পড়ছিলো।

তখন সেই আতরের গন্ধ উবে গিয়েছিল অনায়াসেই।

তাও শেষ মুহূর্তে আমি, জিভ বুলিয়ে ছিলাম তোমার বাম স্তনে।

সেই থেকে যতবারই তোমার কাছে আসি,

সেই আতরের গন্ধ আর পাইনা।

যা পাই তা শুধুই তোমার নিজস্ব, কৃত্রিম নয়।

তাই এই একবিংশ শতাব্দীতেও তুমি পচে যাওনি।




তবে আমি জানি তুমি আমি বদলে যাবো কালের নিয়মে।

বদলাবেনা শুধু আমাদের প্রেম, চুমু, আর তোমার বুকের গন্ধ।

কারণ, শরীর বদলালেও প্রেম বদলায়না,

বদলায়না চুমু কিংবা শরীরের গন্ধ।

আমরা শুধু শুধু কৃত্রিম আতর লাগিয়ে গন্ধ ঢাকার চেষ্টা করি মাত্র।

যা মিলিয়ে যায় মিলনের অন্তিম মুহূর্তে।

তখন শরীর জুড়ে শুধুই ঘামের গন্ধ।

যা মানুষের একান্ত আপন।।



19 views0 comments
bottom of page