মহাষষ্ঠী ।। বিশেষ সংখ্যা ।। কবিতা-মৌতৃষা চক্রবর্ত্তী
- agantukpotrika
- Oct 11, 2021
- 1 min read

ভালো থাকার গান
মৌতৃষা চক্রবর্ত্তী
ভালো থাকুক তারা,
দিন রাত রোগীদের সেবা করেও থেমে যাচ্ছেনা যারা।
ভালো থাকুক তারা,
ডাক্তারদের সাথে তাল মিলিয়ে রোগীদের সুস্থ্য করে তুলছে যারা।
ভালো থাকুক তারা,
নিজের প্রাণের ভয় না করেও অ্যাম্বুলেন্স নিয়ে রোগী পৌঁছে দিচ্ছে যারা।
ভালো থাকুক তারা,
রাস্তায় বেরিয়ে সবাইকে রক্ষা করছে যারা।
ভালো থাকুক তারা,
ঝড় বৃষ্টি বন্যা তেও ঘরে ঘরে খবর পৌঁছে দিচ্ছে যারা।
ভালো থাকুক তারা,
ফসল ফলিয়ে ঘরে ঘরে অন্ন পৌঁছে দিচ্ছে যারা।
ভালো থাকুক তারা,
এই মহামারীতে মানুষকে সাহায্য করে পাশে থাকছে যারা।
Comments