Search

মহাষ্টমী ।। বিশেষ সংখ্যা ।। কবিতায়- ঋতম সাহা


এবার যদি আসো

ঋতম সাহা
 মজার ছলে দেয়া তোমার সেই প্রতিশ্রুতি, এখনো আমার হৃদয়ে বাজে,

যেদিন দিয়েছিলে কথা, শতক্রোশ পেড়িয়েও ফিরবে বারবার এই হৃদয় মাঝে।


তবুও এই ব্যর্থতা আজ, নত চোখে কেন ছেড়ে দিলে মাঝপথে হাত,

এখন না হয় তোমার ভালো স্মৃতিগুলোই থাকুক, খারাপগুলো না হয় দিলাম বাদ। 

 

এবার যদি আসো, হাতে সারাজীবনের সময় নিয়ে এসো,

এবার এসো নতুন ভাবে, প্রতিদিন নতুন করে ভালোবেসে।

 


যদি আসো, হৃদয় জোড়ার আবেগ নিয়ে এসো,

অসম্পূর্ণ গল্পগুলোর সমাপ্তি লিখতে এসো।

ফ্যাকাসে অ্যালবামে কিছু রঙিন স্মৃতি নিয়ে এসো,

আমার দিকে চেয়ে আবার ঠিক আগের মত মুচকি হেসো।

 

যেই বিশ্বাসটা দিয়েছিলাম রাখতে, সেটা ফেরাতে এসো,

আবার বৃষ্টির দিনে একছাতার নীচে হাত ধরতে এসো,

কিছু প্রশ্ন ছিলো আমাদের সম্পর্কে, সেগুলোর উত্তর নিয়ে এসো,

প্রতি সন্ধ্যেতে চায়ের চুমুকে, আমার ক্লান্তি মেটাতে এসো

আমার কাধে মাথা রেখে , আবার ঠিক আগের মত ভালোবেসো।7 views0 comments