মহাষ্টমী ।। বিশেষ সংখ্যা ।। কবিতায়- রিয়া সরকার
- agantukpotrika
- Oct 13, 2021
- 1 min read

অবদমনের আর্তনাদ
রিয়া সরকার
অগোছালো শব্দগুলি হারাতে বসেছে কবিতা ধারনের নবরূপ, জমতে থাকে আবর্জনার স্তূপ, বাড়তে থাকে অস্পষ্টতার কলেবর।
এক সময় প্রেমের কাব্যের এক পশলা বৃষ্টি
ভিজিয়ে যায় লোমকূপ শীর্ষ, কিমবা জিইয়ে রাখে
শীতল স্পর্শ দু-আঁখিতে!
আজ চারিপাশের গণ্ডীবদ্ধ মানসিকতার বেড়াজাল অবমাননার কুঠারাঘাতে ক্লান্ত হয়ে ক্রমশ
মধুমাখা শব্দ থেকে রস শুষে নিতে শুরু করেছে কলমের মুখ, তিক্ষ্ণ থেকে তিক্ত আঁচড়
কাটতে কাটতে রূপ নিয়েছে ছুরির ফলক।
হেনেছে আত্মমর্যাদা আত্মপরিচয় অর্জনের পথে
সমাজের বিছানো অগ্নিপুষ্পের বিরুদ্ধে প্রতিবাদ,
প্রতি পংক্তি শেষে মুখদন্ড ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ।
অতঃপর, প্রতিবাদের কুণ্ডলী কক্ষে সন্ধান মিলেছে
এক আকাশ মোক্ষ পরশ!
Comments