দুগ্গাপূজো মন
হীরক মাইতি
আজ, পেঁজা মেঘের ওই নীলাকাশে
অবাধ বিচরণ
আজ, পুকুর পাড়ে, দিঘির ধারে
দোলে কাশ ফুলের বন।
আজ, আগমনীর সুরে মেতে এল সে শুভক্ষণ
শিশির ধোয়া শারদপ্রাতে হল মায়ের আগমন।
কাশের দোলে হৃদয় দুলে আজ দুগ্গাপূজো মন।
মার চরণে পদ্ম-টগর, শিউলির সমাহার
পরনে লাল বেনারসি, আহা রূপের কি বাহার!
পড়ল ঢাকে কাঠি, ধুনুচি নাচি
আজ খুশির ঢল সারাক্ষণ
শহরও সাজে খুশির রবে, সাক্ষী দু-নয়ন।
কাশের দোলে হৃদয় দুলে আজ শুধু দুগ্গাপূজো মন।
Comments