
জীবন-সমুদ্র সৈকত
উত্তম দেবনাথ
ব্যাঙের মতো চলতে থাকে জীবন,
কান খাড়া রাখা বন্য হরিনের মতো,
প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউ এর মতো
সুখ দুঃখ ঢেউ খেলে যায় তীরের বুকে।
সমুদ্র তীরে যেন কী শুধু খুঁজেই চলেছি,
মুক্তোর নেশায়---জীবনের বেলা যায়;
জীবন-সূর্য বেলা শেষে সৌন্দর্য্য হারায়
মুক্তো হলো ঢের---জীবন সমুদ্র তীরে অন্ধকার।
চাঁদহীন রাত, টর্চহীন নির্জন হাত,
মফস্বল কর্দমাক্ত,জীবন-পথ ভরা গর্ত।
অন্ধের মতো চলতে চলতে
তীরের মতো বেদনার বৃষ্টি,বিদ্ধ করে ক্ষয়িষ্ণু হৃদ-মাটি।
তীরে যুগ যুগ আঘাত পাওয়া শ্যাওলা আচ্ছাদিত
কঠিন জগদ্দল পাথর তো নয় এ জীবন !
স্রোতে ভেসে যাওয়া কাঠে চলা পিপিলিকা জীবন;
শ্মশানের অর্ধদগ্ধ কাঠ,দেবী চরণ ছোঁয়া ফুল ভেসে ওঠে তীরে।
Comentarios