আমি আবর্জনা বলছি
মানস দেব
আবর্জনা- আবর্জনা - আবর্জনা
সকাল থেকে সন্ধ্যা ,
একই কথা শুনতে শুনতে
আমি আজ বড় ক্লান্ত ।
বল তো সত্য কথা
আমি কি - স্বয়ং ভূ ?
নাকি তোমরাই আমার
জন্ম দাতা - দাত্রী ?
তোমাদের অসহিষ্ণু জীবন - ই
আমাকে করে সৃষ্টি ।
যত্র-তত্র তোমরা ফেলো আমায়
নিরবে আমি সহ্য করি তা ।
মাঝে মাঝে আমি তাই
হয়ে উঠি - দধীচি ।
তবুও তোমাদের নেই শিক্ষা
মানুষ তোমরা বড় নোংরা ।
Comments