একা নদী বয়ে চলে
মৌসুমী মৌ
জেগে আছো তুমি কত রাত হলো, এখনও ঘুমেরা দূরে!
রাতচরা পাখি থমকে তাকায়, শেষ প্রহরের শিশির গড়ায়, পূবালী হাওয়া কাকে ফিরে চায়! অশরীরী ছায়া জুড়ে?
এ কেমন তিথি জ্বলে না সেঁজুতি,
চাপা কষ্টেরা ডানা ঝাপটায়, ঘুম চাঁদ ভাসে একলা আকাশে মেঘের বালিশ জল সয়ে যায় ...
এ কেমন ক্ষণ শুধু তর্পণ !
ফ্যাকাসে মৃত্যু ধূসর জীবন ঘোলাটে ইশারা প্রিয় যৌবন-- টুপ টুপ ঝরে যায় ….
তবু জিজ্ঞাসা রাত জাগা চোখে প্রিয় মানুষির মুখ ভেসে ওঠে ?
ওষ্ঠ পরশ পরাগ জমায় খুন ভালোবাসা নেশালু মায়ায়! দোলনচাঁপার সুবাস
ছোটে কি আশমানি খোলা চুলে …
এ কেমন গান শুধুই ভাসান,
রুদালির সুর সকাল-দুপুর কেঁদে কেঁদে হায়!
ফাটল ধরায়, রুদ্ধ শহরে প্রাচীরের গায় …
চুপ চুপ গাছ নির্বাক মাঠ মৃত্যু ও খিদে কথা বলে আজ-- একা নদী বয়ে চলে ...
Comments